আম - এর রোগ-বালাই

আমের জায়ান্ট মিলিবাগ

boro bagan
boro bagan
সংগহীত
  • রোগের নামঃ আমের জায়ান্ট মিলিবাগ
  • লক্ষণঃ ১। সাদা সাদা অসংখ্য পোকা একসাথে থাকে কখনও কখনও বিচ্ছিন্ন ভাবেও থাকে । ২। এরা রস চুষে খায় এবং এক ধরনের আঠালো মিষ্টি রস নিঃস্বরণ করে , যা খাবার জন্য পিপিলিকার আগমন ঘটে। ৩। এর আক্রমণ বেশি হলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমণ ঘটে এবং আক্রান্ত অংশ এমনকি পুরো গাছ মরে যায় ।
  • ব্যবস্থাপনাঃ ১। প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলা ২। ব্রাশ দিয়ে ঘসে পোকা মাটিতে ফেলে মেরে ফেলা । ৩। ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন : ইমিটাফ বা টিডো বা অ্যাডমায়ার ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা।
  • সাবধানতাঃ ১। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।
  • করনীয়ঃ ১। ফেব্রুয়ারি – মার্চ মাসের দিকে গাছের গোড়ায় আঠাযুক্ত ফিতা বা প্লাস্টিকের মসৃণ ফিতা পেচিয়ে বা ফানেল স্থাপন করুন তাতে পোকা গাছ বেয়ে উপরে উঠতে পারবে না। ২। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন । ৩। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন । ৪। নিয়মিত বাগান পরিদর্শন করুন।

কৃতজ্ঞতায়: কৃষি সম্প্রসারন বাতায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *