- রোগের নামঃ আমের থ্রিপস পোকা
- লক্ষণঃ ১। পোকা গাছের কচি পাতা ও ডগার রস শুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। ২। অনেক সময় ফলে আক্রমণ করার কারণে ফলে দাগ হয় ।
- ব্যবস্থাপনাঃ ১। প্রাথমিক অবস্থায় শুকনো ছাই প্রয়োগ করা । ২। পরিস্কার পানি জোরে স্প্রে করা । ৩। বাগান পরিস্কার / পরিচ্ছন্ন রাখা । ৪। হলুদ রঙের ফাঁদ ব্যবহার করা । ৫। তামাকের গুড়া (১০গ্রাম), সাবানের গুড়া (৫গ্রাম) ও নিমের পাতার নির্যাস প্রতি লিটার পানিতে মিশিয়ে ব্যবহার করা । ৬। বেশি পোকা দেখা দিলে এডমেয়ার ২০ এসএল ০.৫ মি.লি. / লি. হারে পানিতে শিশিয়ে স্প্রে করা।
- সাবধানতাঃ ১। বাগান অপরিচ্ছন্ন রাখবেন না ।
- করনীয়ঃ ১। ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাটাই করে পরিস্কার করে দিন । ২। পরিস্কার করার পর একটি ছত্রাক নাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন । ৩। নিয়মিত বাগান পরিদর্শন করুন।
কৃতজ্ঞতায়: কৃষি সম্প্রসারন বাতায়ন