আম - এর রোগ-বালাই

আমের ফল ফেটে যাওয়া

আম ফাটা
  • রোগের নামঃ আমের ফল ফেটে যাওয়া
  • লক্ষণঃ ১। দীর্ঘ খরা হলে বা শুষ্ক ও গরম হাওয়ার ফলে শারীরবৃত্তীয় কারণে অথবা মাটিতে ক্যালসিয়ামের ঘাটতি হলেও ফল ফেটে যেতে পারে ।
  • ব্যবস্থাপনাঃ ১। খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া । ২। গুটি বাধার পরপরই ম্যাগনল ০.৫ মি.লি/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা । ৩। বর্ষার আগে ও পরে বছরে দুইবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা। ৪। প্রতি বছর গাছ প্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা ( গাছের বয়স অনুযায়ী পরিমান বাড়াতে হবে) । ৫। পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করা।
  • করনীয়ঃ ১। গাছে সুষম সার প্রয়োগ করুন ।

কৃতজ্ঞতায়: কৃষি সম্প্রসারন বাতায়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *